কৃষ্ণচূড়ার মায়াবী জালে

সুমনা বড়ুয়া | বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

রাঙাদিয়ায় বসে আছি সারি সারি

সিঁদুর রাঙা কৃষ্ণাচূড়ার ছায়ায়

যে কেউ আসতে পারো কৃষ্ণাচূড়ার অপার সৌন্দর্য

আর সোনাঝরা খেয়ালী রোদের লালিমায়।

বাঁধ ভাঙা হাওয়ায় কৃষ্ণচূড়ার পাপড়িগুলো

ঝরে একে একে আমার গায়

শিহরণ খেলে যায় অস্থির পুলকে নির্লিপ্ত পাপড়ির ছোঁয়ায়

বিজনে স্মৃতির আপ্যায়নে ভেসে উঠে

রক্তিম পাপড়ির ঝরে পড়া, আকাশের উদাসবেলায়।

অতঃপর ঝরে পড়া রাঙা পাপড়ির মৃত্যু, বর্ণের রূপান্তর

একসময় মানুষের পদতলে তপ্ত রোদে

ভঙ্গুর হয়ে ভেসে যায় নিখোঁজ এলাকায়।

গোধূলি এসেছে চলে, ক্লান্ত সূর্য পড়েছে ঢলে

এই মুগ্ধ সময়ে মধুর রোমাঞ্চিত চঞ্চলতা নিলাম সঙ্গী করে

এই স্মৃতিপট নিয়ে চকিত স্বপনে

নিজেকে হারাই অপার আনন্দলোকে।

পূর্ববর্তী নিবন্ধশূন্য আসন
পরবর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম