কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডবলমুরিং থানা পুলিশ শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করেছে। এরপর আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতসূত্র জানায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজহারে বলা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীন ২ লাখ ২ হাজার ২৪৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৭ লাখ ৯ হাজার ১৮৮ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। আদালতসূত্র আরো জানায়, তদন্ত শেষে গত ১২ মার্চ শাহনাজ পারভীনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধঅরিত্রকে সমুদ্রে রেখে কীভাবে বাড়ি ফিরি?
পরবর্তী নিবন্ধহাজারো ড্রোনে আজ তুলে ধরা হবে জুলাইয়ের গল্প, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান