কৃষি বান্ধব সরকারের নেতৃত্বে দেশ ব্যাপক সফলতা অর্জন করেছে

পটিয়ায় সেচ পাম্প বিতরণে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, কৃষি বান্ধব সরকারের নেতৃত্বে দেশ কৃষি খাতে ব্যাপক সফলতা অর্জন করেছে। এ সফলতার ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। কৃষকদের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি গত শুক্রবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় কৃষকদের মাঝে সেচ পাম্প বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলায় কৃষি উৎপাদনে সেচ সমস্যা হ্রাসের লক্ষে ১০ টি কৃষক দলে ১০ সেট লো লিফট পাম্প এবং শিক্ষার মান উন্নয়নকল্পে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ সেট আইসিটি উপকরণ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকৌশলী কমল কান্তি পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, মো. আতিকুজ্জামান, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান, এনামুল হক মজুমদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সাংবাদিক হেনস্তার বিচার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত