কৃষি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে শামসুল হুদা চৌধুরী (৪৬) নামের একজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাঁকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আবাদি কৃষি জমির মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। সেইসঙ্গে তিনি সংশ্লিষ্ট সকলকে কৃষি জমি ও জমির টপসয়েল সুরক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলস অ্যাঞ্জেলেসে দাবানল, সরানো হলো ৩০ হাজার বাসিন্দাকে
পরবর্তী নিবন্ধমথুরা মোহন দেবনাথ