কৃষি জমির টপ সয়েল কর্তনবন্ধের দাবিতে মানববন্ধন

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

আবাদি জমির টপ সয়েল কর্তন ও পরিবেশ দূষণ বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ উন্নয়নমূলক ও পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন আরকেএস ফাউন্ডেশন ও রেজাউল করিম সিকদার যুব সোসাইটি। গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কৃষিবিদ কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাংবাদিক ও পরিবেশ আন্দোলন কর্মী মুজিব উল্ল্যাহ্‌ তুষারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ। এতে সভাপতিত্ব করেন আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ফসলি জমি কমে আসছে। সেটি হওয়া মানে খাদ্যের উৎপাদনও কমে যাওয়া। আমরা দিন দিন আমদানি নির্ভর দেশ হয়ে উঠছি। দুর্যোগমহামারিতে এর বিরুপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। যে কারণে সরকার থেকে বারবার বলা হচ্ছে, কোন আবাদি জমি যাতে পতিত না থাকে। এখন সেই ফসলি জমির মাটিই যদি কেটে নেওয়া হয়, তাহলে চাষাবাদ বা খাদ্য উৎপাদন হবে কী করে।মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেনমানবাধিকার কর্মী আবসার উদ্দিন অলি, মাহবুবুর রহমান সুজন, মো. মহিউদ্দিন ছগীর, মীর মুহাম্মদ জাফর ছাদেক নয়ন, আসহাব উদ্দিন, লিও জান্নাতুল নাঈম নিশি অর্ধশতাধিক পরিবেশ আন্দোলন কর্মী, শিক্ষক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন লায়ন এম. শামসুল হক
পরবর্তী নিবন্ধনবীন মেলার শিক্ষা সামগ্রী বিতরণ