কৃষি উদ্যোক্তাদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর প্যান্ট উৎপাদনের লক্ষ্যে ৫দিনব্যাপী তরুণ কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে কৃষি উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। বাড়বকুন্ডু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার স্বর্ণা। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিএডিপির অর্থায়নে ৫ দিনব্যাপী ৮০জন তরুণতরুণী কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে ছাদ কৃষি, আঙ্গিনা কৃষি, বিভিন্ন ধরনের গাছের যত্ন, ক্যাকটাস, মানিপ্ল্যাান্ট, অর্কিড, অ্যাডেনিয়াম এর চারা উৎপাদন ও যত্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীগণ নিজেরা স্বাবলম্বী হবেন। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করেন মো. সোহেল রানা ও আলেয়া বেগম। এছাড়া প্রধান অতিথি এস এম আল মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ বারৈয়াঢালা ইউনিয়নের দিদারুল আলমকে ৭০ ভাগ উন্নয়ন সহায়তার আওতায় একটি ধান কাটা মেশিনরিপার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকবিতা, গান-কথায় বোধনের রবীন্দ্রজয়ন্তী উদযাপন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার