কৃষির উন্নয়নে ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার : হুইপ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কৃষির উন্নয়নে সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ। গতকাল পটিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণকালে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, মেডিকেল অফিসার জয়দত্ত বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহোম হসপিটাল-কর আইনজীবী সমিতির সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪১৭