কৃষিনির্ভর অর্থনীতি বিনির্মাণে নেতৃত্ব দেবে শিক্ষিত তরুণরা

ক্যাটেল এক্সপো উদ্বোধনে ইঞ্জিনিয়ার মোশাররফ এমপি

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষিত তরুণরাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে কৃষি নির্ভর অর্থনীতি বিনির্মাণে নেতৃত্ব দেবে। সাধারণ মানুষের জন্য খাদ্যপুষ্টি জোগানে দেশের খামার প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিক উপাদানে খাদ্যজ পশু মোটা-তাজা করণে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা আজ সমাজে একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য উদ্যোগ। গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, কৃষি ভিত্তিক বাংলাদেশে মূল অর্থনীতির যোগান দাতা কৃষক সম্প্রদায়। কোনো না কোনোভাবে আমরা কৃষক পরিবারের উত্তরাধিকার। কৃষি মানেই ধান, চাল, ডাল বা সবজি নয়, এর সঙ্গে সংযুক্ত প্রাণীজ ও সামুদ্রিক সম্পদের একটি যোগসূত্রতা রয়েছে। মানুষের জন্য যা ভোজ্য এবং পুষ্টি যোগানযোগ্য তাকে লালন-পালন করেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে বড় করতে হবে। যাতে আমরা সেই পুষ্টি ধারণ করে ভাল ভাবে বেঁচে থাকতে পারি। বোরহানুল হাসান চৌধুরী ছালেহীনের সভাপতিত্বে ইউনাইটেড ইভেন্টসের নির্বাহী পরিচালক মো. ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, এসিআইর প্রেসিডেন্ট ড. ফা.হ আনসারী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান টুটুল, চট্টগ্রাম এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. রায়হান ফারুক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসাইন, ইমরান সাদিক, চট্টগ্রাম ক্যাটল এক্সপো-২০২২ সভাপতি আক্তার হোসেন জ্যাকি, ওয়াসিম আহমেদ সালাম, আব্দুল্লাহ মো. ইমরানসহ অন্যান্য খামারি উদ্যোক্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৫ বছরের শাসনামল দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে : জয়
পরবর্তী নিবন্ধদেশে দৈনিক শনাক্ত কমে তিন হাজারের নিচে মৃত্যু আরও ২৪