ফটিকছড়িতে পৃথক দুটি অভিযানে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে জরিমানা এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার মেশিন ও প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে কৃষিজমির মাটি কাটার অপরাধে মো. কামাল (৪৪) নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিনে বাগানবাজার ইউনিয়নের রূপাইছড়ি খাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ড্রেজার মেশিন এবং মজুত রাখা আনুমানিক ২০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।












