কৃষিখাতে সহায়তা প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়ন করবে ইউসিবি

| মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তাপ্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ুসহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো।

গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কনফারেন্স রুমে এই প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনাবিষয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক (এসিডি) মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

ইউসিবি কর্মকর্তা সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন সাবেক কৃষি সচিব ও বিসেফের প্রেসিডেন্ট আনোয়ার ফারুক, এটুআইয়ের হেড অফ ইনোভেশন ক্লাস্টার মানিক মাহমুদ, ইউসিবি এগ্রোসিএসআর প্রকল্পের সমন্বয়ক, কৃষিবিদ রেজাউল করিম সিদ্দিকীসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, কৃষিউদ্যোক্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্স স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ