বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)- এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, বাংলাদেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। এতে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও বেগবান হবে। তারই ধারাবাহিকতায় দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও বেগমান করতে এগিয়ে এসেছে বাংলামার্ক। তিনি গতকাল শনিবার চন্দনাইশের পশ্চিম এলাহাবাদে ২০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠা বাংলামার্কের ওয়ার্কশপে ব্রি কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণনের উপর লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভাপতির বক্তব্যে বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া, যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রি’র প্রাক্তন মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলামার্কের উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সিরাজুল ইসলাম, ব্রি ও বাংলামার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে বাংলামার্কের পুরো ওয়ার্কশপ ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।