ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। অবিশ্বাস্য হলেও সত্যি যে, চাঁদনী’খ্যাত এই অভিনেতা এখন নিজের ক্ষেত-খামারে কাজ করছেন। সামাজিকমাধ্যমে ঢুঁ মারলেই বোঝা যায়, বেশ দারুণ সময় পার করছেন এক সময়ের সাড়া জাগানো তারকা দম্পতি নাঈম ও শাবনাজ। ৯০ দশকের শুরুতেই খ্যাতিমান নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে এসে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন নবাব বংশের সন্তান নাঈম। পুরো নাম খাজা নাঈম মুরাদ। খবর বাংলানিউজের।
এহতেশামের ‘চাঁদনী’ দিয়ে যাত্রা শুরু করে সহঅভিনেত্রী শাবনাজকে সঙ্গে নিয়ে চলচ্চিত্র জগত জয় করেছিলেন নাঈম। প্রথম ছবির সাফল্যের পর একাধারে অসংখ্য সিনেমায় অভিনয় করেন তিনি। এক সময় প্রেম করে বিয়ে করেন শাবনাজকে। পিতা হন দুই কন্যা সন্তানের। তারপর ধীরে ধীরে সরে যান অভিনয় থেকে। এক সময় তিনি টেলিভিশনের জন্য নাটক নির্মাণও করেন। কিন্তু এখন ব্যস্ত পৈতৃক ব্যবসা এবং টাঙ্গাইলে বিভিন্ন খেলাধুলা নিয়ে। মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান তিনি। ব্যবসার পাশপাশি কৃষি কাজেও মনোযোগী নাঈম। সমপ্রতি নিজের ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেন নাঈম।