ধান কাটিয়া কৃষক ভায়া
শুকাবেন জমিতে,
দু’দিন পরে আঁটি বেঁধে
তুলেন তার বাড়িতে।
কৃষাণ বধু কোমর দোলায়
ধান ঝরানোর তালে,
অঘ্রাণে, ধান কেটে কৃষক
সবজি লাগায় আলে।
খাবার যোগান দিচ্ছে কৃষক
করে, মাঠে চাষবাস
রন্ধনশালায় কৃষাণী বোন
রেঁধে যান বারোমাস।
প্রশাসনের নজর পেলে
দুঃখ ঘুচে তাতে,
কৃষক যদি না করে চাষ
মরবে সবাই ভাতে।









