কৃষক হত্যার ১০ বছর পর এক জনের আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

কঙবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

প্রায় ১০ বছর আগে সংঘটিত কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলের কৃষক মোহাম্মদ হোছন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। কঙবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গতকাল সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

রায়ে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর ২ আসামিকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আসামি আনোয়ার হোসেন চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের মোজাহের আহমদের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ২ আসামি জমির উদ্দিন ও আলী আকবর একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পিপি ফরিদুল আলম জানান, ২০১৩ সালের ৪ ডিসেম্বর চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের কৃষক মোহাম্মদ হোছন নিজের জমিতে রবিশস্যের কাজ করার সময় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামি আনোয়ার হোসেন, জমির উদ্দিন ও আলী আকবর তার উপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ হোছন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের ভাই ছিদ্দিক আহমদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৫ সালের ১৪ মার্চ তদন্ত কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এনে আদালতে চার্জশিট প্রদান করেন। ২০১৬ সালের ৩ আগস্ট আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে গতকাল সোমবার রায় ঘোষণা করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধ৯ হাজার পানিবন্দি পরিবার পেল মেয়রের খাবার
পরবর্তী নিবন্ধমাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর বৃক্ষরোপণ কর্মসূচি