কৃষক সমিতি দক্ষিণ জেলার সম্মেলন

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটির চেয়ারম্যান প্রকৌশলী নিমাই গাঙ্গুলী। শনিবার (৩১ ডিসেম্বর) পটিয়াস্থ গৈড়লা কেপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ধলঘাট ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক।

সংগঠনের সভাপতি কৃষক নেতা মো. আবদুল নবীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শওকত আলীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পাটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, নজরুল ইসলাম আজাদ, আবুল কালাম চাষী, শিক্ষক নেতা শ্যামল দে, অলক দাশ, সেহাব উদ্দিন সাইফু, বিধু ভুষন দাশ, শিমুল ধর, মিলন বড়ুয়া, লিটন বড়ুয়া, যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বাবলা বড়ুয়া, প্রাক্তন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন। শোক প্রস্তাব পাঠ করেন কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু।

সম্মেলনে কৃষি উপকরনের দাম কমাও, ভর্তুকি দাও, ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু কর, প্রতি কেজি ধানের দাম ৪০ টাকা নির্ধারণ করা ও কৃষক আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পুনর্মিলন পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপজেলায় ১৮ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা