কৃষক প্রতিনিধিদের সঙ্গে চট্টগ্রাম কৃষি বিপণণ অধিদপ্তরের মতবিনিময়

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪০ অপরাহ্ণ

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাইজে চট্টগ্রামের ব্যবসায়ী, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে চট্টগ্রাম কৃষি বিপণণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিম।

এ সময় চট্টগ্রামের ব্যবসায়ী, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক প্রশ্নের উত্তরে মহাপরিচালক জানান, উৎপাদন ও চাহিদার তথ্যের অসংগতি দূর করতে সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয় সারাবছর কৃষিজাত পণ্য আমদানির সুযোগ রাখায় বাজারে ঘাটতি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুল কাদের, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ মোর্শেদ কাদের।

চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা ও অংশীজনদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধদিনদুপুরে যুবককে অপহরণ, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করল পুলিশ