কৃষকের হাতে ধরা পড়ল বিপন্ন লজ্জাবতী বানর

রাউজান প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে নেমে আসা একটি লজ্জাবতী বানর ধরা পড়েছে সাহাবুদ্দিন নামে রাউজানের এক

কৃষকের হাতে। গত মঙ্গলবার রাতে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত থাকা এই বানরটিকে উপজেলার হলদিয়া

ইউনিয়নে আমতলি টিলা এলাকার একটি ধান ক্ষেত থেকে ধরা হয়। পরে এলাকাবাসীর পরামর্শে কৃষক সাহাবুদ্দিন গত বুধবার স্থানীয় একটি চিড়িয়াখানায় (গিরীছায়া) বানরটি দিয়ে এসেছেন। প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে, দেশের ১০টি অতিবিপন্ন প্রাণীর তালিকায় লজ্জাবতী বানর ১ নম্বরে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, কৃষক সাহাবুদ্দিন টর্চলাইট নিয়ে রাস্তায় হাঁটার সময় পাশের ধান ক্ষেতে বানরটি দেখতে পায়। তিনি কৌতূহলী হয়ে টসের আলো ফেলে ঘাপটি মেরে থাকা বানরটি ধরতে দৌড় ঝাপ দেয় ধান ক্ষেতে। একপর্যায়ে হাতের কাছে পেয়ে চেপে ধরতে গেলে বানরটি তার হাতের একটি আঙ্গুলে কামড় দেয়। তবুও ভয় না পেয়ে তিনি বানরটির ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে খাঁচায় বন্দী করে রাখেন। ধারণা করা হচ্ছে এই বানরটি

পার্শ্ববর্তী পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ের এসে ধান ক্ষেতে নেমেছিল। খবর নিয়ে

জানা যায়, বানরটি বর্তমানে গিরীছায়ার চিড়িয়াখানায় রাখা হয়েছে।

চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন, প্রাণিটি সেখানে রেখে চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে। পরবর্তীতে বন বিভাগের সাথে যোগাযোগ করে যা করতে হয় তা করবেন।

পূর্ববর্তী নিবন্ধলুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার