রাউজান পৌরসভার শরীফপাড়ার খাসখালী খালের পাড়ে সবজি ক্ষেত পরিদর্শন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল শনিবার পরিদর্শনে গিয়ে চলতি মৌসুমের সবজির ব্যাপক ফলন দেখে তিনি কৃষকদের বাহবা দিয়েছেন। কৃষকদের আরো বড় পরিসরে ক্ষেত করার উৎসাহ দিয়ে তিনি বলেন, এ কাজে যতরকম সহায়তা দিতে হয় তিনি দিয়ে যাবেন। এ সময় তিনি কৃষকদের সাথে নিয়ে ছবি তোলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, স্থানীয় কাউন্সিলর দিলীপ চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।
বরি মৌসুমে খাশখালী খালের পাড়ে নানা জাতের সবজির চাষ করেন কৃষকরা। তবে এবার স্থানীয় সংসদ সদস্যের অনুপ্রেরণায় বেড়েছে সবুজের পরিধি। কৃষি খামারে নিয়োজিত কৃষকরা জানিয়েছেন, সরকারের দেয়া উন্নত বীজ ও সাংসদের বহুমুখী সহায়তায় এবার অনেক পতিত জমিতে সবজি ক্ষেত হয়েছে। ভাল ফলনে কৃষকরা লাভবান হচ্ছেন।
কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, এবার এখানে ৪০ একর জমিতে অর্ধশতাধিক কৃষক সবজি চাষ করেছেন। কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার। কীটনাশক ব্যবহারের পরিবর্তে মাঠে মাঠে বসিয়েছেন ক্ষতিকারক পোকা মারার ফাঁদ। তাদের সহায়তা করছেন কৃষি বিভাগের লোকজন।