কৃষকের পাশে দাঁড়াতে না পারলে দেশ গঠন সম্ভব নয়

কৃষকদলের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ইসরাফিল খসরু

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কৃষকদলের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী। গতকাল শনিবার হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, খুলশী থানা কৃষকদলের উদ্যোগে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

হালিশহর ২৬নং ওয়ার্ডের তালতলার ফুলচৌধুরী পাড়া এলাকায় কয়েক শতাধিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় ইসরাফিল খসরু বলেন, কৃষকের পাশে দাঁড়াতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ও রাজনীতিতে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনায় শহীদ জিয়ার রাজনীতি ও জীবন দর্শনের প্রতিফলন রয়েছে।

হালিশহর কৃষকদলের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়তলী থানা কৃষকদলের সভাপতি মোঃ সবুজ, আকবরশাহ থানা কৃষকদলের আহ্বায়ক মোঃ মামুন, হালিশহর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজি শওকত উল্লাহ স্বপন, খুলশী থানা কৃষকদলের সদস্য সচিব মোঃ মুক্তার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণার জন্য যথেষ্ট ধৈর্য, পরিশ্রম ও অনুসন্ধান করতে হয়
পরবর্তী নিবন্ধসিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের ফিউচার ফরওয়ার্ড শীর্ষক কর্মশালা