কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের উদ্যোগে দোস্ত বিল্ডিং কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। গতকাল সকাল ১১ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি দিদারুল আলম। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা। প্রধান আলোচক ছিলেন কৃষক নেতা আবদুল হান্নান রানা। বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক এম.এ. নুরুন নবী চৌধুরী, নুরুল আবছার চৌধুরী প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন- বাংলাদেশ অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষককে প্রধান্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর পর থেকে কৃষক লীগ কৃষকের ন্যায্য দাবি আদায় ও ৭৫ পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে সবসময় পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নে বলিষ্ঠ ভুমিকা পালন করে যাচ্ছে। আগামীতে দেশের জনগণের ভাগ্য উন্নয়নে ও শক্তিশালী অর্থনীতি গড়তে কৃষক লীগ নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে, এটাই হোক আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ। প্রেস বিজ্ঞপ্তি












