কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কাপ্তাই উপজেলা ছাত্রদল

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার এক দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রদলের নেতা কর্মীরা। মানবতার এমন দৃষ্টান্ত দেখানোয় ঐ দরিদ্র কৃষক ছাত্রদলের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনহিতকর এই কাজটি করেছেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। কৃষক আবদুল কাদের জানান, তাঁর ১৫ শতক জমির ধান কাটার উপযোগী হয়েছে। এই ধান কাটতে ৫ থেকে ৬ জন শ্রমিকের প্রয়োজন। ধান কাটার জন্য শ্রমিকরা জনপ্রতি এক হাজার থেকে ১২শ টাকা মজুরি চাচ্ছেন। কিন্তু এতটাকা দিয়ে ধান কাটার সামর্থ কৃষক আবদুল কাদেরের নেই। তিনি যখন ধান কাটা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তখন চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন,যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতা কর্মীরা কৃষকের জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন। ছাত্রদলের জনহিতকর এই মহান কাজের জন্য কৃষক পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরামগড় অনাথালয়ে মানবকল্যাণ ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালন