রাউজান পৌরসভা এলাকার ছিটিয়া পাড়ার কৃষক মো. নিরুর এক একর জমির কাটা ধান রাতের আঁধারে কে বা কারা পুড়িয়ে দিয়েছে। গত শুক্রবার রাতে সংঘটিত এই ঘটনার ব্যাপারে গতকাল শনিবার রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ঋণ নিয়ে বিনাজুরী বিলে ১০ একর জমিতে আমন আবাদ করেছিলেন ছিটিয়া পাড়ার কৃষক মো. নিরু। ধান পাকার পর এক একর জমির ধান কেটে স্তূপ করে রেখেছিলেন সড়কের ব্রিজের কিনারায়। সকালে এসে দেখেন তার কাটা ধানের স্তূপে আগুন জ্বলছে। সব ধান পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষক নিরু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘূর্ণিঝড়ের শঙ্কার মাঝে পাকা ধান দ্রুত জমি থেকে উঠিয়ে আনতে বাড়তি মজুরিতে কামলা নিয়োগ করেছিলাম। আশা করেছিলাম আজ (শনিবার) মাঠে কেটে রাখা অবশিষ্ট ধান জমি থেকে উঠিয়ে এক সঙ্গে ঘরে নিয়ে যাব। সকালে দেখি আমার সর্বনাশ করে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার অন্তত ৭০ হাজার টাকার ধান পুড়েছে বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ওই এলাকাটি বেশ নির্জন প্রকৃতির। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।