আমাদের দেশ কৃষিনির্ভর দেশ হলেও কৃষকদের বাড়তি কোনো সুযোগ–সুবিধা পরিলক্ষিত হচ্ছে না। কৃষকরা ফল ফলালে আমাদের অন্ন জোটে। বাণিজ্যকভাবে আমাদের দেশ সমৃদ্ধ হওয়ার পেছনে কৃষকের ভূমিকা অপরিসীম। অন্যান্য মৌসুমের তুলনায় শীতকালীন পরিবেশে আমাদের দেশে সবজির বাম্পার ফলন হয়। সারা বছর পরিশ্রম করে ফসল ফলালেও উপর্যুক্ত মূল্য না পাওয়ায় চরম আর্থিক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। সার, বর্গাকৃত জমি, নিজ পরিশ্রম ও অন্যান্য অনুসাঙ্গিক খরচের সাথে কোনো ভাবেই পেরে উঠছে না কৃষক। শীতের মৌসুমে সবজির বাম্পার ফলন হওয়ার পরও কৃষকেরা লাভবান হচ্ছে না বরং উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর জন্য ক্রেতাদের বাড়তি পরিবহন খরচের অজুহাত ও অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাকে দায়ি করছেন কৃষকরা। যদি এরূপ সমস্যা থেকে যায়, তাহলে এই পেশা থেকে মুখ ফিরাবে কৃষক। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ কৃষকদের দিকে তাকিয়ে তাঁদের জন্য কৃষি ঋণের সহজলভ্যতা ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা করলে সহজেই ঘুরে দাঁড়াতে পারবে। কৃষিনির্ভর দেশ গড়তে কৃষকদের ভালো থাকতে হবে তাঁরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তাই তাদের সকল অনিশ্চিয়তা দূর করা নেহায়েত প্রয়োজন বলে মনে করছি।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম।