কৃষকরা জাতির মেরুদণ্ড

স্বর্ণা তালুকদার

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুজলা সুফলা দেশ। হেমন্তের শুভেচ্ছা হেমন্তের মিষ্টি ধানের গন্ধে কৃষকদের মুখে এখন হাসি। কৃষকদের কথা মনে হলে সাধারণত গ্রামের হাড্ডিসার ঘামে ভেজা চাষি ভাইদের কথা মনে পড়ে। কৃষকরা, আমাদের সিংহভাগ তাদের ঘিরে রয়েছে আমাদের অর্থনীতির বিশাল একটা অংশ তারা আমাদের অন্নদাতা কিন্তু তারা বৈষম্যের শিকার জীবন যাপনের দ্রব্য মূল্য বৃদ্ধি তাদের পক্ষে ঠেকানো সম্ভব হচ্ছে না। অশিক্ষিত হওয়ার দরুন দারিদ্র্যের দুষ্টু চক্র থেকে বের হতে পারছে না। ঐতিহ্যবাহী কৃষকরা সামাজিক অবস্থার কারণে চরম কষ্টে দিন কাটাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি জমির বিভাজন কৃষি উপকরণের অব্যাহত মূল্য বৃদ্ধি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসও সুদের হার বৃদ্ধি মহাজনের উৎপাত নানা কারণ দায়ী। দশ বিশ চাল বিক্রি করে তেমন কিছু কিনতে পারছে না।

এতে করে সামাজিক অবক্ষয় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যৌতুক আত্মহত্যা কমে যাচ্ছে ঐতিহ্যগত সরলতা আত্মীয় স্বজনরা এখন আর স্নেহের পাত্র হতে পারছেনা বাধ্য হচ্ছে নানা অসামাজিক কার্যকলাপে। কৃষকরা, জাতির মেরুদণ্ড তাই মেরুদণ্ড সোজা রাখতে হলো বিভিন্ন গণম্যাধম সরকারকে সহায়তা প্রদান করতে হবে গবেষণা করে জানতে হবে কিসে ভালো হবে। তাহলে দেশের অবকাঠামো উন্নয়ন হবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা সামগ্রীর দাম কমানো হোক
পরবর্তী নিবন্ধউপজেলার মানুষের মুখে মুখে