কৃষককে ভর্তুকিতে হারভেস্টার প্রদান

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

চকরিয়ায় কৃষকের ধান কাটা সহজলভ্য করতে ৭০ শতাংশ ভর্তুকিতে ১৯ লক্ষ ৬০ হাজার টাকায় কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয়েছে। উপকারভোগী কৃষক বিশ্বজিত দাশের হাতে গত বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রের চাবি হস্তান্তর করেন কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম।
উপজেলা কৃষি অফিস জানায়, গতবছরও ভর্তুকি দিয়ে এই ধরনের একটি যন্ত্র প্রদান করা হয়েছিল। এছাড়া ধান কাটার জন্য উপজেলার কৃষকদের দেওয়া হয়েছে ২২টি রিপার (ছোট যন্ত্র)। আশা করা যাচ্ছে এবারের করোনাকালীন সময়ে ঝুঁকি এড়িয়ে মাঠপর্যায়ে কৃষকদের বোরো ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করতে আর দুশ্চিন্তা করতে হবে না।
দ্বিতীয় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, কক্সবাজার জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. এখলাস উদ্দিন, চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোসেন, কৃষি সমপ্রসারণ অফিসার মো. নাজমুল হোসেন, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার এস এম নাসিম হোসেন দৈনিক আজাদীকে জানান, ৭০ শতাংশ ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধান কাটা ও মাড়াই সহজতর করার লক্ষ্যে এই কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে প্রতিঘণ্টায় অনায়াসে এক একর জমির ধান কাটা যাবে। একদিনে কাটা যাবে ৮ একর জমির ধান। এতে ৬১ শতাংশ খরচ কমবে এবং শ্রম বাঁচবে ৭০ শতাংশ। এতে করোনাকালীন সময়ে শ্রমিক নির্ভরতা ও করোনা ঝুঁকি একসাথে কমবে।
এ ব্যাপারে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
কৃষির উন্নয়নে সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ। এরই ধারাবাহিকতায় ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করতে ভর্তুকিতে এই কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র দেওয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ভবঘুরেদের জন্য মানবিক উদ্যোগ
পরবর্তী নিবন্ধচিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য শিক্ষা উপমন্ত্রীর দুটি মাইক্রোবাস