কৃত্রিম সংকটে দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট

লিফলেট বিতরণকালে বক্কর

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, সরকারের অনুগত ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সকল প্রকার জিনিসের দাম বাড়িয়েছে। সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে পদক্ষেপ নিচ্ছে না। গতকাল রোববার আওয়ামী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষে জনসচেতনতা সৃষ্টিতে আলকরণ ওয়ার্ড বিএনপির উদ্যোগে রিয়াজ উদ্দিন বাজারে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অবিলম্বে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।তিনি বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি করেন। আলকরন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম, মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, বেলায়েত হোসেন বুলু, আবদুল বাতেন, সালাউদ্দিন লাতু, মো. সেলিম, মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম, নূর হোসেন উজ্জল, সালাউদ্দিন, মোহাম্মদ বেলাল, মেজবাহ উদ্দিন মিন্টু, মোহাম্মদ হাসান, জসিম উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, এস এম আজিম,মোহাম্মদ রিয়াদ, জানে আলম বাচা, মোহাম্মদ জাহেদ, কামরুল কুতুবীী, মোহাম্মদ সাইফুল, আবু সালেহ আবিদ, মাঈন উদ্দিন, মাঈন উদ্দিন রজিব প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধচা শ্রমিক কল্যাণ তহবিলের ৪৮তম বোর্ড সভা
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ডা. মো. নূরউন নবীর মৃত্যুবার্ষিকী আজ