কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক শিক্ষাব্যবস্থায় কেবল প্রযুক্তির সংযোজন নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি) ও ডেইলি পজিটিভের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অস্ট্রেলিয়ার আর এম আইটি ইউনিভার্সিটির শিক্ষক ড. আরিফ জুবায়ের।
গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সেমিনার হলে অনুষ্ঠিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষাক্ষেত্রে এর ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে ড. আরিফ জুবায়ের এ মন্তব্য করেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এআই প্রযুক্তি শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. কাসেম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












