কৃতী হাফেজদের সম্মাননা প্রদান

| বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কৃতী হাফেজে কোরআনদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় হাফেজে কোরআন পরিষদ। গতকাল বুধবার নগরীর খুলশী লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক হাফেজ নোমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদওয়ানুল হক শাকির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ। প্রধান আলোচক ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন।

বক্তব্য দেন, চবি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম দারুল ইরফান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মাহবুব, গবেষক ফিরোজ আহমেদ, ড. হুমায়ূন কবির, মাওলানা তৈয়ব, মাওলানা শরিফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

এসময় চিকিৎসা, প্রকৌশল, ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিযুক্তে থাকার পাশাপাশি ২৫ জন হাফেজকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ শুরু
পরবর্তী নিবন্ধএতিমদের নিয়ে স্মাইল বাংলাদেশের অনুষ্ঠান