বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) আয়োজিত বেসরকারি ‘কিন্ডারগার্টেন বৃত্তি ২০২৪’ এর পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকেএ বিভাগীয় কমিটির সভাপতি হোসাইন রিন্টু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা।
অনুষ্ঠান উদ্বোধন করেন সালেহ নোমান, প্রধান আলোচক ছিলেন ড. এল.এম কামরুজ্জামান এবং বিশেষ আলোচক ছিলেন মহাসচিব জয়নুল আবেদীন জয়।
উপস্থিত ছিলেন মারুফ বিল্লাহ জাবেদ, এ.টি.এম. অলিউল হাসানাত (তুহিন মাস্টার), মুহা. আলমগীর হোসেন হেলাল এবং মো. নজরুল ইসলাম। ইব্রাহীম খলিল জিকু, এম এম রহমান, হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, বিশ্বনাথ রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে গুণীজনদের মাঝে বিভাগীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।