কৃতী শিক্ষার্থীরা আগামীর আলোকিত বাংলাদেশের নিয়ামক

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে এসএসসি’র কৃতী শিক্ষার্থী ও গুণী সঙ্গীত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের সভাপতি শিক্ষিকা অর্চনা রাণী ভঞ্জের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গীমাস’র প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রাম’র সভাপতি শিক্ষানুরাগী শিবু প্রসাদ দত্ত। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম পরিচালনা পর্ষদের সদস্য সমাজসেবক আশুতোষ সরকার। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট বাগ্মী, গ্রন্থকার ও সমীক্ষক সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন গামীস’র প্রধান উপদেষ্টা ও যশোদা নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যাপক কৃষ্ণা দাশ, নারীনেত্রী শিল্পী চৌধুরী, সুচিত্রা ধর, সীমা দেবী, অধ্যাপক জয়া দত্ত, কেয়া লাহিড়ী। সংগঠক পলাশ কান্তি নাথ রণীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীমাস’র সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবী। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেনএসএসসিতে সারাদেশে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নিবিড় কর্মকার, রাজর্ষি দাশগুপ্ত ও অভিজিৎ ঘোষ এবং গুণী শিল্পীরা হলেনঅপু বর্মণ, শেলী দে, জলি মুখার্জী ও অধ্যাপক সুপর্ণা রায় চৌধুরী। শুরুতে গীতাপাঠ করেন ঋতু দেবী ও নৃত্য পরিবেশন করেন সৃজিতা ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীরা আগামীর আলোকিত বাংলাদেশের নিয়ামক। গুণী শিল্পীরা সংগীতের মাধ্যমে মানুষ ও মানবতার জয়গান করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে : অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধগাউসিয়া হক কমিটি শাহগদি মার্কেট শাখার বৃক্ষরোপণ কর্মসূচি