কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে

জেলা পরিষদের অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী

আজাদী ডেস্ক | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে মর্মে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নিজেকে স্বনির্ভর ও স্বাবলম্বী করতে হলে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। নিজেকে যে কোনো বিষয়ে দক্ষ হতে হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। সনদ নির্ভর শিক্ষার মূল্য নেই। তাই সবাইকে দক্ষতামূলক প্রশিক্ষণ নিতে হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। জেলা পরিষদের সচিব দিদারুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শাব্বির ইকবাল।
সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, সবকিছুর বিকল্প থাকলেও শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষিত আর শিক্ষিত হওয়ার মধ্যে তফাৎ আছে। সবাইকে সুশিক্ষিত ও আলোকিত হতে হবে। সুশিক্ষিত হতে অনুপ্রেরণা যোগানোর জন্যই শিক্ষার্থীদের চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। পাশাপাশি দেশকে ভালবেসে সঠিক ও সত্য ইতিহাস জানতে হবে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মোট ৫ হাজার ৫৩১ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউল্টো রথযাত্রায় ভক্তদের ঢল
পরবর্তী নিবন্ধপ্রেমিকার বিয়ের খবর শুনে যুবকের আত্মহত্যা