কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:১৭ পূর্বাহ্ণ

কুয়েতের আমির শেখ সাবাহ আলআহমেদ আলসাবাহ ৯১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার কুয়েতের রাষ্ট্রীয় টিভিতে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। বিবিসি জানায়, সাবাহ’র মৃত্যুতে তার ৮৩ বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আলআহমেদ নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে মনে করা হচ্ছে। অসুস্থ হয়ে কুয়েতের হাসপাতালে কিছুদিন ভর্তি থাকার পর গত জুলাইয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ সাবাহ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আল জাজিরা। সাবাহ’র মৃত্যুতে তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ’র মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত, শোকাহত। তার মৃত্যু কুয়েতের জনগণ, ইসলামি আরব বিশ্ব এবং বন্ধু দেশগুলোর জনগণের জন্য খুবই দুঃখজনক। খবর বিডিনিউজের।

শেখ সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। আর প্রায় ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্র নীতি তদারক করেছেন তিনি। ১৯৯০৯১ সালে ইরাকের কুয়েত আগ্রাসনকে সমর্থন দেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ভূমিকার জন্য সাবাহকে বলা হত ‘আরব কূটনীতির ডিন’। তাছাড়া, আঞ্চলিক নানা বিরোধ নিস্পত্তিতেও মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছিলেন শেখ সাবাহ। সমপ্রতি সৌদি আরব ও এর মিত্র দেশ এবং কাতারের মধ্যকার কূটনৈতিক অচলবস্থা নিরসনে কাজ করেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনবায়নকৃত ট্রেড লাইসেন্স দোকানের সামনে প্রদর্শন করতে হবে
পরবর্তী নিবন্ধব্যয় বাড়ল দেড়শ কোটি টাকা, সময় এক বছর