কুয়েট ক্লাব চিটাগাং চ্যাম্পিয়ন্স লিগ উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠান চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ৯২ ব্যাচের মেজবাহ উল আলম, ইলেকট্রিক্যাল ৯৩ ব্যাচের কেনোয়ার হোসাইন, মেকানিক্যাল ৯৭ ব্যাচের আপেল মামুন ও সিভিল মোহাম্মদ শামীম, মোহাম্মদ শহীদুল ইসলাম রিজভী, টোটন চন্দ্র মল্লিকসহ প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। অনুষ্টানে জার্সি উন্মোচনের পাশাপাশি কুয়েটের স্মৃতিচারণ ও কুয়েট ক্লাব চিটাগাং এর প্রাতিষ্ঠানিক রুপদান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।