কুয়াশা মাখা ভোর

কাজী নাজরিন | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

এক চিলতে ভেজা উঠোনের কোণে

কুয়াশা মাখা ভোরের আলোয় স্নিগ্ধতা ছড়ানো বকুল ছিলে

উঠোনের পাশ ঘেঁষা সবুজ ঘাসে ওড়াওড়ি করা প্রজাপতি ছিলে

কুয়াশা ভেদ করা সূর্যের রক্তিম আলো ছিলে

কুয়াশা মাখা শীতে গায়ে জড়ানো তুলতুলে চাদর ছিলে

কুয়াশায় ঢাকা সবুজ ঘাসের বুকে জমে থাকা শিশির বিন্দু ছিলে

তবে আরও বেশি ছিলে মাঝ হৃদয়ের কম্পন ধ্বনি,

হৃদয়ে ঝড় তোলা এক অদৃশ্য শক্তি,

কুয়াশা মাখা ভোরে হৃদয়ে জমে অদ্ভুত শক্তি!

পূর্ববর্তী নিবন্ধশরৎ রতি
পরবর্তী নিবন্ধমায়াবী চাঁদ, ভালোবাসা