কুয়াশার দাপটে শীত কমেনি, আসছে শৈত্যপ্রবাহ

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

পৌষের মাঝামাঝিতে দেশজুড়ে শীতের দাপট বেড়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছে না, তাই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি। এমন পরিস্থিতি আরও দুইদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। আর সপ্তাহের মাঝামাঝি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলেছে অধিদপ্তর। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা রোববার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আবওহাওয়ার রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের অনুভূতি কমেনি। এমন পরিস্থিতি সোমবারও চলবে। মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তখন একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ভোর ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার আবওহাওয়ার পাঁচদিনের পূর্বাভাসে আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ দুইদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবওহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধফরাসি সিনেমার আইকন ব্রিজিত বার্দোর চিরবিদায়
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৮ জন উদ্ধার