হাটহাজারীর কুয়াইশ এবং নগরীর অক্সিজেন এলাকায় অভিযান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আবু তাহের (৫৫) ও মো. জাহাঙ্গীর (৪৫) নামে দুই ব্যক্তিকে পৃথক মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বায়েজিদ থানাধীন অঙিজেন–হাটহাজারী সড়কের পাশে মেসার্স হাজী এ.ওয়াজেদ এন্ড সন্স নামক ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপের তুলনায় কম পরিমাণ অকটেন প্রদান করায় মো. জাহাঙ্গীরকে ২০ হাজার টাকা এবং কুয়াইশ এলাকার নয়াহাটস্থ বাগদাদ ফুডস’র আবু তাহেরকে পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স ছাড়াই বেকারি পণ্য প্রস্তুত ও বাজারজাতকরণ, ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের মাধ্যমে আদায় করা হয়। অভিযানে বিএসটিআই’র কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উভয় প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা তিনি।