হাটহাজারী কুয়াইশে মাসুদ কায়সার হত্যার মামলায় সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ আদেশ দেন। জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় মাসুদ কায়সার ও আনিসুর রহমান নামের দুজনকে গুলি করে হত্যা করা হয়। মাসুদ কায়সার হত্যার ঘটনায় তার ভাই মো. আরিফ বাদী হয়ে ছোট সাজ্জাদসহ চারজনের ব্িরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলায় দায়ের করেন। ১৫ টিরও বেশি হত্যাসহ নানা অপরাধের মামলার আসামি ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।












