কুমিল্লায় কুস্তি লড়লেন বাপ্পি। দাঁড়িয়ে তাকে সমর্থন জানালো হাজারখানেক দর্শক। এ কোনো বাস্তবের দৃশ্য নয়। ‘কুস্তিগীর’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে কুস্তি খেলতে হয়েছে তাকে। নির্মাতা শাহীন সুমন পরিচালিত এই সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। কুস্তি খেলার গল্প নিয়েই সিনেমাটি তৈরি হচ্ছে। এর শেষ দৃশ্য ছিল বাপ্পির কুস্তি খেলা। শুটিং শেষ করেই ঢাকা ফেরেন সিনেমার নায়ক-নায়িকাসহ কলাকুশলিরা। এমনটাই জানান নির্মাতা।
শাহীন সুমন বলেন, গত ২২ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। গতকাল কুমিল্লায় ক্যামেরা ক্লোজ করেছি। শুটিংয়ের পাশাপাশি সিনেমার সম্পাদনার কাজ এগিয়ে নিচ্ছি। চলতি মাসে সিনেমাটি সেন্সরে জমা দেব। পরিচালক জানালেন কুস্তি লড়াইয়ের নির্দেশনা দিয়েছেন ফাইট ডিরেক্টর চুন্নু। হাজারখানেক মানুষ উপস্থিত ছিল এসময়। মানুষের মিলন মেলার মধ্য দিয়েই আমরা শেষ দৃশ্যের শুটিং করেছি। সিনেমা প্রসঙ্গে বাপ্পি বলেন, শাহীন সুমন ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। দারুণ একটি সিনেমা নির্মাণ করলেন তিনি। পুরোপুরি কমার্শিয়াল সিনেমা। ‘কুস্তিগীর’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় কান্ত।