কুস্তিতে সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

অ্যাথলেটিকসের বাইরে অলিম্পিকে বাহরাইনের প্রথম সোনা জয়ী এখন এক কুস্তিগীর। প্যারিস অলিম্পিকে কুস্তিতে সোনা জিতলেন তাজুদিনোভ আখমেদ। আর সে সাথে গড়ে ফেললেন ইতিহাস। অ্যাথলেটিকসের বাইরে অলিম্পকে বাহরাইনকে কোনো ডিসিপ্লিনে সোনা এনে দেওয়ার কীর্তি গড়েছেন এই কুস্তিগীর। ছেলেদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জর্জিয়ার গিভি মাচারাসভিলিকে হারিয়ে সোনা জিতে নেন তাজুদিনোভ। গত বছর বেলগ্রেডের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ২১ বছর বয়সী এই কুস্তিগীর। এবার বাজিমাত করলেন অলিম্পিকে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আজারবাইজানের মাগোমেদখান মাগোমেদোভ ও ইরানের আমিরআলি আজারপিরা। চলতি আসরে এটি বাহরাইনের দ্বিতীয় সোনার পদক। এর আগে মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন উইনফ্রেদ ইয়াভি।

পূর্ববর্তী নিবন্ধজার্সি নিয়ে দুর্নীতির কথা বললেন সোহান
পরবর্তী নিবন্ধবিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতলেন হাঙ্গেরির মিশেল