‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ – এই প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার কুসুম কুমারী স্কুলে আয়োজিত হলো তারুণ্য উৎসব–২০২৫।
তারুণ্য উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, পিঠা উৎসব,বাংলাদেশ ও সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ ’ শিরোনামে রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক লোকমান উদ্দীন। আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক চম্পা মজুমদার, সাবেক সিনিয়র শিক্ষক কোহিনূর জাহান, কুম কুম ভট্টাচার্য, সরওয়ার কামাল, লক্ষ্মী রাণী দেবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক এএনএম ছোহাইল। প্রেস বিজ্ঞপ্তি।