কুসুম কুমারী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

আমি এক অনন্য মানুষ হবো, আমার জীবন আমিই গড়বো’ প্রতিপাদ্যে জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মত রাশেদা আক্তার।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চম্পা মজুমদার, শিল্পী রায়, শামসুল আলম, কাবেরী দাশ, কোহিনুর জাহান, কুমকুম ভট্টাচার্য, লক্ষ্মী রাণী দেবী, সরোয়ার কামাল, মান্না বড়ুয়া, মুহাম্মদ ইউনুস ও সুরঞ্জিত দে। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক এএনএম ছোহাইল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবা ং লা দে শে র ফু ল
পরবর্তী নিবন্ধইসুজু বাস ট্রাক ও পিকআপ মেলার আয়োজন করল উত্তরা মোটর্স