১৪নং লালখান বাজার ওয়ার্ডের কুসুমবাগ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। গতকাল তিনি ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলো পরিদর্শন করেন। এ সময় অগ্নিদুর্গত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল আলম, মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, মহিলা কাউন্সিলার আনজুম আরা, নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাক্তার সমীর কান্তি দে, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, মহানগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সৌরভ আলম, রফিকুল ইসলাম রানা, মোহাম্মদ নিজাম, ইয়াছিন ভুইয়্যা, সালামত উল্ল্যাহ মানিক, আরিফুর রহমান সজিব, এবাদুল ইসলাম আবিদ প্রমুখ।
পরে জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার, বাড়ির মালিকের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি ও শিশু কিশোরদের জন্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।