কুসুমবাগে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদলকর্মী জিহাদের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদলকর্মী জিহাদুর রহমান ১২দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মারা গেছেন। গত বৃহস্পতিবার ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। এর আগে গত ২১ মার্চ ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম শাহ আলম ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে জিহাদুর রহমানসহ দুইজন গুলিবদ্ধ ও একজন ছুরিকাহত হন। নিহত জিহাদুর লালখান বাজার এলাকার বাসিন্দা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন সাংবাদিকদের জানান, মারামারিতে জিহাদের পায়ে গুলি লেগেছিল, তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। একটি বেসরকারি হাসাপাতালে প্রায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোররাতে মারা যায়।

এদিকে ২১ মার্চ ঘটনার পর পরপর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। এছাড়া এ ঘটনায় খুলশী থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়। জিহাদ ছাড়াও সংঘর্ষে গুলিবিদ্ধ অপরজন হলেন আনোয়ার হোসেন। গুলিবিদ্ধ দুজনই শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাঘাতে আহত হন রমিজ দারোয়ান। তিনি শরিফুলের অনুসারী।

পূর্ববর্তী নিবন্ধঈদের বন্ধে চট্টগ্রামে ১০৭টি নরমাল ডেলিভারি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত