কুসুমপুরায় সভাপতি কাপ ফুটবল টুর্নামেন্টে বন্ধু মহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

পটিয়ার কুসুমপুরায় সভাপতি কাপ অলনাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে থানামহিরা বন্ধু মহল ফুটবল একাদশ। ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ২০ গোলের ব্যবধানে নুরুল হক ট্রাস্ট ফুটবল একাদশকে হারায়। সম্প্রতি কুসুমপুরা ইলিয়াস খাঁর বাড়ির মক্কা ম্যানশনের সামনের মাঠে শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নুরুল আলম সওদাগর ফিতা কেটে ফাইনাল খেলার উদ্বোধন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মো. বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নুরুল আলম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মো. সাজ্জাদ হোসাইন, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম হারুন উর রশিদ, ডা. এমদাদুল হক, দিদারুল আলম, আমিনুল হক, ফরিদুল আলম, দিদারুল ইসলাম, ডা. মো. রফিক, নূর রশিদ সিদ্দিকী, নূর আলী, মো. মাহাবু, ব্যবসায়ী জালাল উদ্দিন রোকন, মো. শাহ্‌ আলম, ফয়সাল হামিদ তুষার, মো. ইলিয়াস, আরিফ উদ্দিন, রনি, আরমান। অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন সাইফুদ্দিন, মো. তুহিন ও সিয়াম। সার্বিক সহযোগিতায় ছিলেন ইলিয়াস খাঁ স্মৃতি সংসদের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসুফি মিজানের সাথে মোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধএশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন আশরাফুল