কুষ্ঠ রোগীদের চিকিৎসায় সরকার খুবই আন্তরিক

আলোচনা সভায় সিভিল সার্জন

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, কুষ্ঠ একটি দীর্ঘ মেয়াদী জীবাণুঘটিত মৃদু সংক্রামক রোগ যাতে মূলতঃ প্রান্তিক স্নায়ু আক্রান্ত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই চামড়ার মাধ্যমেই এ রোগের বহিঃপ্রকাশ ঘটে। কুষ্ঠ রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম মাল্টি-ড্রাগ থেরাপি। পাশাপাশি সারাদেশে কুষ্ঠ রোগীদের চিকিৎসায়ও সরকার যথেষ্ট আন্তরিক। এজন্য যক্ষার সাথে কুষ্ঠকে সন্নিবেশিত করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ কুষ্ঠকে করি জয়’। জেলা সিভিল সার্জন কার্যালয় ও লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল এ আলোচনা সভার আয়োজন করে।
দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রোগ্রাম লিডার জন অর্পণ সমদ্দারের সভাপতিত্বে ও প্রোজেক্ট ম্যানেজার সুলতান মো. ইলিয়াসের সঞ্চারনায় অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. জিন্নাত আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার, আলো সোসাইটির সভাপতি মো. কামাল উদ্দিন, ডিসএ্যাডভান্টেজ পিপলস্‌ এসোসিয়েশনের সভাপতি মো. শাহ কামাল। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার গাজী মো. নুর হোসেন, দি লেপ্রসী মিশনের কমিউনিটি হেলথ ফ্যাসিলিটেটর এলবার্ট দেউরী ও পরিসংখ্যান সুপারভাইজার দিলীপ কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলাউজান নাথপাড়ায় সুধী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধজীবন রাঙাতে হবে সাহিত্যের শিক্ষায়