চট্টগ্রাম নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভাসহ ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। এরপর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও আলোচনা সভার আয়োজন করেছে কলেজ কতৃপক্ষ। কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন। শেষে কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শফিউল আজম শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন।
এ-সময় কর্মসূচিতে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।