মনের পশু কুরবানি দাও
মহান রবের তরে
কবুল হলে রহম দিয়ে
ঘরটা যাবে ভরে।
তিনটি ভাগে ভাগ কর আর
বিলাও সবার মাঝে
সবার ঘরে গোশত-রুটি
সবাই খুশির সাজে।
গরীব-দুখীর মুখে ফুটুক
মিষ্টি মধুর হাসি
দাও ছড়িয়ে সবার মাঝে
ভালোবাসা বাসি।
মো. জোবাইদুল ইসলাম | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ