কুরআন হাদিসের জ্ঞানহীন জীবন পশুত্বের দিকে ঠেলে দেয়

তা’লীমুদ্দীন মাদ্‌রাসার বার্ষিক সভায় মাওলানা নূরী

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, বর্তমান সময়টা হচ্ছে আধুনিক প্রযুক্তির, তবে খুবই সেনসেটিভ। কারণ এসব প্রযুক্তিগুলো সন্তানদের সহজেই বিপদগামী করে তুলতে পারে। তিনি বলেন, আল কুরআন মানবজাতির জন্য হিদায়তের সর্বশেষ কিতাব ও পরিচ্ছন্ন জীবন যাপনের ম্যানুয়েল। তাই কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার মধ্যেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি।

মাওলানা নুরী গতকাল চট্টগ্রাম আগ্রাবাদস্থ তা’লীমুদ্দীন মাদ্‌রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও দস্তারবন্দী মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, কুলআন হাদিসের জ্ঞান শূন্যতা মানুষকে পশুত্ব জীবন যাপনে ঠেলে দেয়। কাজেই সন্তানদের নৈতিক গুনাবলী সম্পন্ন ও সুশৃংখল জীবন ধারায় গড়ে তুলতে হলে তাদের শৈশবেই মাতা-পিতাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

সমাজসেবক মোহাম্মদ আকতার আলী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আতিক আহম্মেদ আকতার, ফরিদ আহম্মেদ, লায়ন্স মাহমুদ হাসান, মো. ইউছুপ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আনোয়ারুল আজিম, হাফেজ মাওলানা জাফর আলম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নাজিব কুতুবী ও পরিচালক মাওলানা হেলাল উদ্দিন। বক্তব্য রাখছেন মাদরাসার সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ ও মো. আলিম রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজগদ্বন্ধু আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব শুরু
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর ফরিদ আহমদের ইন্তেকাল