ধর্মীয় শিক্ষার বিস্তৃতি, ইসলামের প্রসার, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের ব্রত নিয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে চলছে তিনদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। গতকাল শুক্রবার মাহফিলের দ্বিতীয় দিনের শেষ বয়ানে চরমোনাই পীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমাদের দাদাজন সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.) ও আব্বাজান সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রহ.) মাহফিলের প্রথম দিন মারিফতের বয়ান করতেন। দ্বিতীয় দিন শরীয়তের এবং তৃতীয় দিন অর্থ-সমাজসহ বিভিন্ন বিষয়ে বয়ান করতেন। মারিফত অর্থ চেনা ও পরিচয়। কোনো জিনিসের পরিচয় বুঝে আসলেই তার মানুষ তার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার ধন-দৌলত, মেম্বার-চেয়ারম্যানির মানুষ পাগল। কারণ এসব ধন-দৌলত কি জিনিস সে তার পরিচয় পেয়েছে। অনুরূপভাবে আল্লাহকে চেনা-জানা এবং পরিচয় জ্ঞাত হওয়ার নামই হচ্ছে মারিফত। এ মারিফতের উদ্দেশ্য হচ্ছে তাঁর হুকুম-আহকাম, বিধিবিধান এবং আদেশ-নিষেধ পালন করা। তিনি বলেন, কুরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণেই মিলে কেবল স্রষ্টার নৈকট্য। তিনি সকলকে ইসলামি হুকুম-আহকাম পুরোপুরিভাবে মেনে চলার আহ্বান জানান। মাহফিলে আরও বয়ান পেশ করেন নায়েবে আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা মুফতি ইয়াহইয়া মাহমুদ, আল্লামা ফুরকানুল্লাহ খলীল, আল্লামা হাফেজ ইউনুস আহমদ, আল্লামা ড. আ ফ ম খালেদ হোসাইন, আল্লামা নুরুল হুদা ফয়েজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।