শীতের সকাল মানেই এক অনন্য অনুভূতির নাম। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, ঠাণ্ডা হিমেল হাওয়া আর সূর্যের সোনালি আভা মিলে সৃষ্টি করে এক মায়াবী পরিবেশ। গ্রামের শীতের সকাল যেন আরও বেশি মনোরম। খেজুর রসের মিষ্টি গন্ধ, পিঠাপুলির আয়োজন আর আগুনের উষ্ণতায় জমে ওঠা আড্ডা মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমরা সবাই জানি, পৌষ ও মাঘ মাস মিলে হয় শীতকাল। শীতকালের সবচেয়ে সুন্দর দৃশ্য শীতের সকাল। শীতের সকালের দৃশ্য অপরূপ। শীতের সকালে কুয়াশায় ডাকা থাকে সারা গ্রাম। কুয়াশার ক্ষুদ্র ক্ষুদ্র শিশির বিন্দু জমে সবুজ ঘাসের উপর। শীতের সকালে পূর্ব দিক থেকে সূর্যের সোনালী আলো পড়ে সবুজ ঘাসের উপর তখন শিশির বিন্দুগুলো মুক্তার মতো জ্বলজ্বল করে। সূর্যের তাপে নদীর পানি ঠাণ্ডা থেকে ধীরে ধীরে উষ্ণ হতে থাকে। শীতের সকালের অপররূপ দৃশ্য বেশির ভাগ দেখা যায় গ্রামে। গ্রামের চারিদিকে সোনালী ধান, খেজুরের রস, কৃষকের মাছ ধরা কতোই না অনিন্দ্য সকাল। শীতের সকালের কুয়াশায় ঢাকা গ্রাম আমার কাছে খুব অপূর্ব লাগে। এমন সুন্দর ও মনোমুগ্ধকর সকাল দেখা যায় শীতকালে। শীতকাল যেমন বয়ে আনে ঠাণ্ডা হাওয়া ও শান্ত আবহাওয়া ঠিক তেমনি শীতের সকালের হাওয়া মন ও শরীরকে করে প্রাণবন্ত ও সতেজ। শীতের সকালে প্রকৃতির সাথে মিশে যেতে যেমন ভালো লাগে, তেমনি সময়টিকে মনে রাখার মতো করে কাটানোর মধ্যেও থাকে এক অপার আনন্দ।